খবর ২৪ ঘণ্টা ডেস্ক: মোহাম্মদ আমিরকে বাদ দিয়ে বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক টুইট বার্তায় এ স্কোয়াড প্রকাশ করে।
বিশ্বকাপ দলে মোহাম্মদ আমিরের থানা না থাকা নিয়ে অনেক গুঞ্জন ছিল। তবে অফ ফর্মের কারণে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়েই দল ঘোষণা করা হয়েছে।
এদিকে ইংল্যান্ড সিরিজের জন্য এই সদস্যদের পাশাপাশি আরও দুজনের নাম যুক্ত করে ইংল্যান্ড সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ইংল্যান্ড সিরিজের স্কোয়াডে বিশ্বকাপ দলের বাইরে যারা অন্তর্ভূক্ত হচ্ছেন মোহাম্মদ আমির ও আসিফ আলী।
পাকিস্তানের বিশ্বকাপ দল
মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, আবিদ আলী, ফখর জামান, সরফরাজ আহমেদ (অধিনায়ক), হারিস সোহেল, শোয়েব মালিক, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান ও শাহীন শাহ আফ্রিদি।
খবর২৪ঘণ্টা, জেএন