1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
প্যারোলে খালেদার মুক্তি পরিবারের বিষয়, দলের নয়: ফখরুল - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১১ জানয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

প্যারোলে খালেদার মুক্তি পরিবারের বিষয়, দলের নয়: ফখরুল

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি নিয়ে রাজনীতিতে যে আলোচনা চলছে, তার জবাব দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “খালেদা জিয়া অসুস্থ। প্যারোলে মুক্তি তার পরিবারের বিষয়। সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করিনি।”

সোমবার দুপুরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, “আমাদের গণতান্ত্রিক আন্দোলন চলমান রয়েছে। গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করার আমরা আজকে শপথ নিয়েছি আমাদের আন্দোলন বেগবান করার জন্য।”

বাংলা নববর্ষে তিনিসহ দলের তিনজন নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, “অনেক দিন পর গতকাল বাংলা নববর্ষে প্রচলিত নিয়ম অনুযায়ী সীমিত পরিসরে আমরা তিনজন দেখা করার অনুমতি পেয়েছি। এ সময় মূলত তার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চিকিৎসার ব্যাপারে কথা হয়েছে। তার মামলার আইন গত দিকগুলো এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী দলের খোঁজ-খবর নিয়েছেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলছেন। জাতীয় ঐক্য অটুট রাখতে বলেছেন এবং দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।”

খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “প্যারোল আমাদের দলের বিষয় না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এটা তার একটা বিষয়। এটা তার পরিবারের বিষয়। সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করিনি।”

সংসদে যাওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, “এটাকে (একাদশ সংসদ নির্বাচন) তো আমরা নির্বাচিত বলছি না, আমরা ফলাফল প্রত্যাখ্যান করেছি।”

কেউ কেউ বলছেন চেয়ারপারসনের মুক্তির বিনিময়ে বিএনপি সংসদে যাবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, “এরকম কোনো ইনফরমেশন (তথ্য) আমাদের কাছে নেই।”

চেয়ারপারসনের মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দেওয়া হচ্ছে না বলে তৃণমূল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “আন্দোলনের বিভিন্ন ধাপ থাকে, কৌশল থাকে। আমরা কাজ করছি। সেজন্য প্রস্তুতি নিচ্ছি।”

এসময় ওলামা দলের আহ্বায়ক শাহ নেছারুল হক, সদস্য সচিব নজরুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST