নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও আশেপাশের উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ-১৪২৬ উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
রোববার সকালে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের,
জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়া কলেজের উদ্যোগেও মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার কলেজে গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমানসহ অন্যান শিক্ষক ও শিক্ষার্থী।
খবর ২৪ ঘণ্টা/আরএস