খবর ২৪ ঘণ্টা ডেস্ক:আগামী মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের লড়াই। এর আগে লা লিগায় হুয়েস্কার বিপক্ষে বার্সেলোনা তারকা লিওনেল মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন ক্লাবটির কোচ এরনেস্তো ভালভেরদে।
গত বুধবার ইউনাইটেডের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা। ম্যাচটিতে নাকে আঘাত পেয়েছিলেন মেসি। তবে সে চোট গুরুতর কিছু নয়।
শনিবার বাংলাদেশ রাত ১০টা ১৫ মিনিটে হুয়েস্কার মাঠে খেলতে নামবে বার্সেলোনা।
এই ম্যাচে কাতালান ক্লাবটির একাদশে কোনো পরিবর্তন আছে কি-না ব্যাপারে ভালভেরদে বলেন, “হ্যাঁ, শনিবারের ম্যাচটিতে কিছু পরিবর্তন থাকবে।”
“খুবই ব্যস্ত সূচী। তবে আমাদের ভুলে গেলে চলবে না যে (লা লিগায়) চ্যাম্পিয়ন হতে আমাদের আরও ১০ পয়েন্ট লাগবে। আমাদের তিনটি ম্যাচ জিততে হবে, একটি ম্যাচে ড্র করতে হবে। পরিবর্তনের পেছনে কারণ হলো সবাইকে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাখা।”
“মেসি ঠিক আছে। তবে তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা আছে। খুব ব্যস্ত সূচী। সামনে আমাদের গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাচ আছে।”
খবর২৪ঘণ্টা, জেএন