নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর বাজারগুলোতে উঠতে শুরু করেছে ভারত থেকে নিয়ে আসা পাকা আম। গতকাল বৃহস্পতিবার নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্টে এ আম বিক্রি করতে দেখা যায়। ভারত থেকে আম নিয়ে আসছেন ফল ব্যবসায়ীরা। বৃহস্পতিবারই প্রথম রাজশাহী মহানগরীর বাজারে আম দেখা যায়। এর আগে পাকা আম দেখা যায়নি। বাজারে প্রথম আম আসায় দাম একটু বেশি। আমটি দেখতে সুন্দর হলেও বিক্রেতারা এর নাম জানাতে পারেননি। প্রতি কেজি এ আমের দাম ধরা হচ্ছে ২০০
টাকা। দাম বেশি হওয়ায় ক্রেতারা আমের ধারে পশে তেম ঘেষছেন না।
বৃহস্পতিবার সরজমিনে রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজারে গিয়ে দেখা যায়, জিরোপয়েন্টে দুই জন ব্যবসায়ী ভারত থেকে নিয়ে আসা এ আম বিক্রি করছেন। এদিনই প্রথম তারা আম বিক্রি করার জন্য নিয়ে এসেছেন। তবে প্রথম হলেও গ্রাহকরা তেমন আম কিনছেন না বলে বিক্রেতারা জানিয়েছেন। কারণ শুরুর দিকে হওয়ায় তুলনামূলক একটু দাম বেশি।
সরজমিনে গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা ভারতীয় পাকা আম সারি সারি করে রেখেছেন। আমগুলো দেখতেও অনেক সুন্দর। কিন্ত দাম একটু চড়া। দুজন তরুণীকে পাকা আম দেখতে দেখা যায়। আম
কিনতে আসা ওই তরুণীদের সাথে কথা হলে তারা বলেন, আমগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। তাই দেখেছি। কিন্ত দাম বেশি মনে হচ্ছে। আম ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, বৃহস্পতিবারই প্রথম আম বিক্রির জন্য নিয়ে আসা হয়েছে। কেজি প্রতি ২০০ টাকায় বিক্রি করা হবে। এ আমের স্বাদও ভালো। এখনো তেমন বিক্রি হচ্ছেনা বলে ওই ব্যবসায়ী আরো জানান।
খবর ২৪ ঘন্টা/আর