নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাগমারা উপজেলায় গরু চোর সন্দেহে ইব্রাহীম হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের কামারবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার বিকেল ৩টার দিকে বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, গত সোমবার ও শুক্রবার রাতে একই ইউনিয়নের কালাপাড়া গ্রাম থেকে চারটি ও পাশ্ববর্তী মাঝগ্রাম থেকে আরো চারটি গুরু চুরি হয়। এ সব চুরি ঘটনায় ওই এলাকার লোকজন কামারবাড়ি গ্রামের ইব্রাহিম হোসেন কে সন্দেহ করে বুধবার সকাল ১০টার দিকে
তাকে নিজ বাড়ি থেকে ধরে নিয়ে কালাপাড়া গ্রামে গিয়ে শফিকুল নামের একব্যক্তির বাড়িতে মারধর করে আহত করে। মার খেয়ে গনপিটুনির এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানোর পর বিকেলে তাকে চিকিৎসার জন্য বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। ইব্রাহীম হোসেনের পরিবারের অভিযোগ, এলাকার লোকজন পরিকল্পিত ভাবে ইব্রাহীম হোসেনকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং ব্যাপক শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন
দেব বলেন, কয়েকদিন আগে চুরি হওয়ার ঘটনায় স্থানীয় লোকজন বুধবার সকালে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শফিকুল নামের একব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে। এতে সে জ্ঞান হারিফে ফেললে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। নিহতের লাশের ময়নাতদন্ত করা হবে। আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করা হয়েছে।
খবর ২৪ ঘন্টা/এস