নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়া উপজেলা থেকে মূর্তি বিক্রয়ের প্রতারক চক্রের এক সদস্য আটক ও সোনালী রংয়ের দেবী লক্ষীর মূর্তি উদ্ধার করেছে ডিবি পুলিশ। বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার এলাকায় একটি প্রতারক চক্র কমমূল্য দেবী লক্ষীর মূর্তি তৈরী করিয়া সাধারন মানুষের কাছে স্বর্ণের মূর্তি বলে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করিয়া আসছে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সৈকত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় ১১টার দিকে জেলা গোয়ান্দা পুলিশের একটি দল ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে বাগাতিপাড়া এলাকার চকগোয়াস গ্রামে মৃত তাহের উদ্দিনের ছেলে প্রতারণ আবু সাঈদ কে আটক করা হয়। এসময় ৩/৪জন ব্যাক্তি পালিয়ে য়ায়।
আবু সাঈদের দেওয়া তথ্য মতে ,বাড়ির দক্ষিন দুয়ারী টিনের বসত ভিটা ঘরের চৌকির নিচে মাটির পাতিলের মধ্যে ১৮১৮ সালের সোনালী রংয়ের একটি ১০ ইঞ্চি , ৪ কেজি ৭৭৫ গ্রাম, ১রতি স্বর্ণের টুকরা দেবী লক্ষীর মূর্তি যার মূল্য ২০ হাজার ৭শত টাকা ।
বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যলয়ে ডিবি অফিসে এক প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। প্রেস ব্রিফিং বক্তব্য দেন জেলা পুশিল সুপার সাইফুল্লা আল মামুন , এসময় উপস্তিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হােসেন, সদর থানা অফিসার ইনচার্জ কাজী জালাল উদ্দিন, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সৈকত হোসেন সহ প্রমুখ।
খবর ২৪ ঘন্টা/আর