নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় মাদক, সন্ত্রাস বিরোধী আলোচনা সভা ও বিএনপি থেকে আ’ লীগে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮ নং ওয়ার্ড জামনগর ইউনিয়ন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের আয়োজন মাদক, সন্ত্রাস বিরোধী ও আ’লীগে যোগদান অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান ওয়াহাবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় আলোচনা ও যোগদান অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাগাতিপাড়া উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান অহিদুল ইসলাম
গকুল, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম পিপিএম সহ মিন্নাত আলী, আফাজউদ্দিন, লিটন আলী, ইস্কেন্দার আলী, আঃ মজিদ ৯ নং ওযার্ড আওয়ামী। আমিরুল ইসলাম টারজান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিএনপি থেকে অর্ধশতার্ধিক নেতাকর্মীরা সাংসদ শহিদুল ইসলাম বকুলের হাত থেকে রজনীগন্ধা ফুল নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।সাংসদ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় রাজনীতি করতে হবে, বাংলাদেশের সরকারের সফলতা আজ জামাত বিএনপি থেকে দলে দলে আওয়ামী লীগে যোগদান করছে।
খবর ২৪ ঘণ্টা/আর