খবর ২৪ ঘণ্টা ডেস্ক :
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সা শেষে হাসপাতাল ছাড়ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে মাউন্ট এলিজাবেথ হাসপাতাল ওবায়দুল কাদেরকে রিলিজ দেবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের টিপু।
তিনি বলেন, ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফলোআপ চিকিৎসার জন্য আরও কিছুদিন তিনি সিঙ্গাপুরে থাকবেন। শুক্রবার সিঙ্গাপুরের সম্ভাব্য সময় বিকেল তিনটায় ওয়ায়দুল কাদেরকে রিলিজ দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
গত ৪ মার্চ ওবায়দুল কাদেরকে চিকিৎসার জন্য মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।
খবর ২৪ ঘণ্টা/আর