নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার বিপিএম বার কে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আরএমপি কমিশনার হিসেবে পুলিশ অধিদপ্তরের হুমায়ন কবিরকে বদলি করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ
বদলি আদেশ দেওয়া হয়েছে। ওই প্রজ্ঞাপনে পুলিশের ডিআইজি পদমর্যদার ৯ জনকে বদলি করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেনকে ঢাকার পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র নগর বিশেষ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, আরএমপি কমিশনার স্যারের রাজশাহী রেঞ্জে বদলি হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর