রাজশাহী মহানগরীতে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে সাবেক ধারাভাষ্যকার মৃত খোদা বক্স মৃধার ছেলের স্ত্রী সৈয়দা ফারহানা ইয়াসমিন (৪১) আত্মহত্যা করেছেন।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে স্বামী তাসকিন শাহরিয়ারের সাথে মনমালিণ্য হয়। এ ঘটনার জের ধরে ফারহানা রাত দেড়টার দিকে দরজা বন্ধ করে নিজ বাড়ির শয়ন কক্ষে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়।
পরে পরিবারের লোকজন বোয়ালিয়া থানা পুলিশকে খবর দিলে এসআই প্রদীপ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। সন্ধ্যায় লাশ দাফন করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি আমান উল্লাহ বলেন, পারিবারিক বিষয় নিয়ে ফারহানা আত্মহত্যা করেছিল। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।