নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর বাঘায় ৪৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককতৃরা হলো, নাটোরের বাঘাতিপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ফিরোজ (৩০) ও একই গ্রামের ইউসুফের ছেলে আশিক (১৯)। রোববার বিকেলে সাড়ে ৫টার দিকে বাঘা থানা পুলিশ
তাদের আটক করে। রাজশাহী জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান জানান, রোববার বিকেলে জেলার বাঘা থানা পুলিশ ৪৪৮ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আর