নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর ও জেলার ৯টি উপজেলায় গত মার্চ মাসে মোট ১০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটে ৬টি ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৪টি। গতকাল রোববার বিকালে রাজশাহীর বেসরকারি উন্নয়ন সংস্থা ‘এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’ এর ‘রিসার্চ এন্ড ডকুমেন্টেশন সেল’ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এরমধ্যে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ৬টি ও শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৪টি। উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে রয়েছে। গত ৪ মার্চ রাজশাহীর বাঘায় ইসলামী জালসা থেকে বাড়ী ফেরার পথে এক গৃহবধুকে ধর্ষণের চেষ্টা,
গোদাগাড়ীতে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার এবং ওই দিন বাঘায় গৃহবধু যৌন হয়রানির শিকার। গত ২১ মার্চ গোদাগাড়ীতে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং নগরীতে এক জনের আত্মহত্যা। জেলায় এ মাসে ৬টি নারী নির্যাতনের মধ্যে মহানগরীর চারটি থানায় সংগঠিত হয়েছে ১টি এবং মহানগরীর বাইরের থানাসমূহে সংঘটিত হয়েছে ৫টি নির্যাতনের ঘটনা। এরমধ্যে বাঘায় ২টি, মোহনপুরে ১টি, গোদাগাড়ীতে ১টি ও পুঠিয়ায় ১টি নারী নির্যাতনের ঘটনা ঘটে। তানোর, পবা, দুর্গাপুর ও চারঘাট উপজেলায় কোনো নারী নির্যাতনের ঘটনার খবর পাওয়া যায়নি। এসব ঘটনার মধ্যে হত্যার চেষ্টা ২টি,
ধর্ষণের চেষ্টা ১টি, আত্মহত্যা ২টি ও যৌন হয়রানীর ঘটনা ঘটে ১টি। জেলায় এ মাসে শিশু নির্যাতনের ঘটনা ঘটে ৪টি। এর মধ্যে মহানগরীর চারটি থানায় সংগঠিত হয়েছে ১টি এবং মহানগরীর বাইরের নয়টি থানায় সংঘটিত হয়েছে ৩টি। এর মধ্যে বাঘায় ১টি ও গোদাগাড়ীতে ২টি শিশু নির্যাতনের ঘটনা ঘটে। বাকী উপজেলা যেমন বাগমারা, পুঠিয়া, দুর্গাপুর, পবা, মোহনপুর, তানোর ও চারঘাটে কোনো নির্যাতনের খবর পাওয়া যায়নি। এসব ঘটনার মধ্যে শিশু হত্যার ঘটনা ঘটে হত্যার চেষ্টা ০২ টি, ধর্ষণ ০৩টি, অপহরণ ১টি, আত্মহত্যার চেষ্টা ২টি ও অন্যান্য ১টি ঘটনা ঘটে।
খবর ২৪ ঘণ্টা/আর