খবর ২৪ ঘণ্টা ডেস্ক:ঢাকা: বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় রুপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খানের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে ৪৩৬/৩০৪(ক)/৪২৭/১০৯ ধারায় মামলা (নম্বর ৩৭) করেন। রুপায়ণের চেয়ারম্যানসহ ভবনটির জমির মালিক এসএমএইচ আই ফারুক ও একাংশের মালিক তাসভির উল ইসলামকে আসামি করা হয়।
এরই মধ্যে এই মামলায় দু’জন আসামিকে গ্রেফতার করে করেছে মহানগর ডিবি (উত্তর) পুলিশের সদস্যরা। তারা হলেন- জমির মালিক এসএমএইচ আই ফারুক (৬৫)। তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসভির উল ইসলামকে গ্রেফতার করারেন ডিবি পুলিশ সদস্যরা। সূত্র শীর্ষকাগজ
খবর২৪ঘণ্টা, জেএন