খবর ২৪ ঘণ্টা ডেস্ক: স্পেনের চার্চের একটি পুস্তিকায় ব্যবহার করা হয়েছে দু’জন পর্নো তারকার ছবি। এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিব্রতকর অবস্থায় পড়েছেন যাজকরা। পারিবারিক মূল্যবোধ সংক্রান্ত একটি পুস্তিকায় একটি লেখার সঙ্গে প্রকাশ করা হয়েছে ওই ছবি। এতে একজন নারী ও একজন পুরুষকে বসা অবস্থায় দেখানো হয়েছে। স্পষ্টতই তারা একে অন্যের ওপর ক্ষুব্ধ। তার জন্য তারা একে অন্যের দিক থেকে মুখ ঘুরিয়ে রেখেছেন। তারা হলেন যুক্তরাষ্ট্রের পর্নো তারকা জনি সিনস এবং জেডেন জেমস।
তারা দু’জন কয়েক শত পর্নো ছবিতে অভিনয় করেছেন। এই পুস্তিকাটি চার্চে রোববারের প্রার্থনার সময় বিলি করে সান মার্টিন অ্যান্ড সান ভিনসেন্ট-এর যাজকরা। এটি হলো গ্যালিসিয়া প্রদেশের একটি ছোট্ট গ্রামে। ওই ছবি দু’জন পর্নো তারকার এ বিষয়টি একজন চিহ্নিত করতে পারার আগে যাজকরা এই পুস্তিকা বিলি করে ফেলেছেন কয়েক হাজার কপি। পুস্তিকায় প্রকাশিত ওই ছবির ক্যাপশনে লেখা হয়েছে- বর্তমান সময়ে দম্পতিদের মধ্যে খুব ছোটখাট বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায়। তবে তাদের বোঝাপড়ার মধ্যে ঘাতটি আছে। সুস্থ আলোচনায় ঘাতটি আছে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।