1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গুলশানে আগুন নিয়ে মেয়র আতিকুলের প্রশ্ন - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ০৫ জানয়ারী ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন

গুলশানে আগুন নিয়ে মেয়র আতিকুলের প্রশ্ন

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মারচ, ২০১৯

খবর২ ৪ঘণ্টা,ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বারবার মার্কেটটিতে কেন আগুন লাগছে সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই এখানেই অগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে। এখন সময় এসেছে স্থায়ী সমাধানের।’ শনিবার সকাল আটটার দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘ডিএনসিসি মার্কেটে এর আগেও একবার আগুন লেগেছিল। এরপর তিন চারবার নোটিশ দেওয়া হয় মার্কেট কর্তৃপক্ষকে। কিন্তু তারা কী ব্যবস্থা নিলো। আবার কেনো এই মার্কেটে আগুন, বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

আতিকুল ইসলাম বলেন, ‘এর আগে মার্কেটটিতে যখন আগুন লেগেছিল তখন অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এখনও অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা নেই।’

ঢাকা উত্তরের মেয়র বলেন, ‘আমরা এখানে ডিএনসিসি স্থায়ী মার্কেট করতে চেয়েছিলাম। কিন্তু মামলার জটিলতা আছে। আমরা এই মামলার নিষ্পত্তি করে যত দ্রুত সম্ভব স্থায়ী মার্কেটের দিকে যাবো৷ যেখানে অগ্নিনির্বাপণসহ ব্যবসায়ীদের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে।’

আতিকুল ইসলাম আরো বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি পারফিউমের দোকান থেকে আগুন লেগেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। আমার বিশ্বাস সবাই ফায়ার সার্ভিসকে সহায়তা করবে। তাদের কোনো অসুবিধা যেনো না হয়। আগুণ নিয়ন্ত্রণে আনার পরই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সকাল ছয়টার কিছু আগে রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যদের চেষ্টায় সকাল সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST