1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
অগ্নিদুর্ঘটনা এড়াতে জাতীয় কমিশন চান ড. কামাল - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০:১০ অপরাহ্ন

অগ্নিদুর্ঘটনা এড়াতে জাতীয় কমিশন চান ড. কামাল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মারচ, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: অগ্নিদুর্ঘটনা এড়াতে সরকারের কাছে জাতীয় কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শুক্রবার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বনানীর এফআর টাওয়ার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।

ড. কামাল বলেন, ‘একের পর এক ভবনে মারাত্মক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনা এড়াতে সরকারের কাছে আমি জাতীয় কমিশন গঠনের দা জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এই কমিশনে ইমারত বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের রাখতে হবে। সুনির্দিষ্টভাবে তদন্ত করে অপরাধীদের বের করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে হবে।’

প্রবীণ এই আইনজীবী বলেন, ‘কিভাবে মানুষ আগুন থেকে বাঁচতে ঝাপ দিয়েছে, দেখলে সহ্য করা যায় না। এই ভয়াবহ দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। এখন এ বিষয়ে ভালোভাবে তদন্ত হওয়া দরকার।’

তিনি বলেন, ‘ভবনটি নির্মাণের ক্ষেত্রে আইনের ঘাটতি ছিল কিনা, সেজন্য কমিশন গঠন করা দরকার।’

ড. কামাল বলেন, ‘আমরা এখানে এসে ঘটনাস্থল ঘুরে দেখলাম। আমরাও বিষয়টি অধিকতর তদন্ত করব। সব রকমের তথ্য সংগ্রহ করব।’

তিনি আরও বলেন, ‘বিল্ডিং কোড দেখতে হবে, বিল্ডিং প্ল্যান দেখতে হবে। আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা সবই খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST