খবর ২৪ ঘণ্টা ডেস্ক:শুক্রবার মূলত পরিস্কার থাকবে শহরের আকাশ । বেলা বাড়লে গরম বেশি অনুভূত হবে। সকালের দিকে তুলনামূলক ভালো আবহাওয়া থাকবে কলকাতায়। অন্যন্য জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পরে পারদ চড়বে। আর্দ্র হাওয়ায় ঘাম ঝরবে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিসের লং রেঞ্জ ফোরকাস্ট মেনেই যেন গ্রীষ্মের দিকে এগোচ্ছে কলকাতাসহ রাজ্যের আবহাওয়া। গত মরসুমের মতোই কয়েকদিন গরম থাকছে। বেশি গরম হলেই বৃস্টি ঝড় ঠান্ডা করে দিচ্ছে কলকাতাসহ রাজ্যের আবহাওয়াকে। মার্চ মাস প্রায় শেষ। এখনও স্বাভাবিকের নীচে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিক।
মঙ্গলবার সকালে শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস; যা স্বাভাবিক। ঝড় না হলেও হাওয়া মঙ্গলবার সন্ধ্যা থেকেই তাপমাত্রা কমে যায়। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বৃহস্পতিবার এই তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে, কিন্তু তা স্বাভাবিকের উপরে যায়নি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবারের কাছাকাছি ছিল, ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যা স্বাভাবিক।
শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে .৫ ডিগ্রি বেশি। স্বাভাবিক বললেও ভুল হবে না। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার মেঘ সরে যেতেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কমে ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছিল। শুক্রবার বিশেষ পরিবর্তন হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস,এখনও স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। শহরের আর্দ্রতা সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৪৭ শতাংশ।
খবর২৪ঘণ্টা, জেএন