1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
গোমস্তাপুরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন

গোমস্তাপুরে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন পালিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মারচ, ২০১৯

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। রবিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা ও রহনপুর পৌর আওয়ামী লীগ, শিশু-কিশোর সংগঠন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। উপজেলা প্রশাসন গৃহীত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালি, আলোচনা সভা, রচনা, কুইজ ও

চিত্রাংকন প্রতিযোগিতা। র‌্যালিটি উপজেলা চত্ত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার শিহাব রায়হান। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, শ্যামপুর আলীম মাদ্রাসার উপাধাক্ষ হাবিবুর রহমান, ছাত্র-ছাত্রীদের পক্ষে আশিক নাহার, তাসলিমা খাতুন ইলা, নিয়ামুল হক, শহীদুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে উপজেলা ও পৌর আওয়ামী লীগ গৃহীত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। এছাড়া শিশু-কিশোর সংগঠন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসির বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত ছিলেন অপর সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST