নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে অপহৃত হওয়া ব্যক্তি ফারুক হোসেন বাবু (৩৮) কে ৮ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি উপজেলার বারইপাড়া গ্রামের কাছির উদ্দিনের ছেলে। ১৬ তারিখ সকাল ১০টার দিকে তাকে পুঠিয়া থানাধীন ঝলমলিয়া ডাকবাংলোর সামনে থেকে মোটরসাইকেলসহ অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। জেলা পুলিশের সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ তারিখ
সকাল আনুমানিক ১০টার দিকে পুঠিয়া থানাথীন ঝলমলিয়া ডাকবাংলোর সামনে থেকে ফারুক হোসেন @ বাবু (৩৮) কে অজ্ঞাতনামা অপহরণকারীরা তার ব্যবহৃত মোটরসাইকেলসহ অপহরণ করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে অপহরণকারীদের পক্ষ থেকে ১ লাখ টাকা মুক্তিপন দাবি করা হয়। মুক্তিপন চাওয়ার পরে অপহৃতের ছোট ভাই গোলাম মোর্সেদ পুঠিয়া থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে রাজশাহী জেলা পুলিশ সুপার
শহিদুল্লাহ বিপিএম, পিপিম এর নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাটোর জেলার সদর থানার বিভিন্ন এলাকা সহ চারঘাট থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। ওই দিন রাত সাড়ে ৭টার দিকে চারঘাট থানাধীন নন্দনগাছী হাইস্কুল মাঠ থেকে অপহৃত ফারুক কে মুখে টেপ ও দুই হাত রশি বাধা লাগানো অহত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনা¯ল থেকে অপহৃতের মোটরসাইকেল সহ অপহরণকারীদের একটি মোটর সাইকেল একটি স্মার্ট ফোন ও একটি হেলমেট উদ্ধার করে পুলিশ। অপহৃতের ছোট ভাই পুঠিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অপহরণকারীদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস