1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে পুকুর খনন করতে গিয়ে মিললো তিনটি মূর্তি সদৃশ কালো পাথর - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

রাজশাহীতে পুকুর খনন করতে গিয়ে মিললো তিনটি মূর্তি সদৃশ কালো পাথর

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মারচ, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চব্বিশনগর এলাকার লপুকুর নামের একটি পুকুর খনন করতে গিয়ে তিনটি পিলারের মতো পাথরের উপর ছবি দেখতে পাওয়া গেছে। জানা গেছে, বেশ কয়েকদিন ধরে সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর লপুকুর নামের পুকুরটি খনন করছিলেন। শুক্রবার বিকেলে শ্রমিকরা পুকুরটি খনন করছিলেন। পুকুরটি খনন করার সময় শ্রমিকরা কালো পাথরের মূতির ছবি দেখতে পায়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী পাথরটি একনজর দেখতে ভিড় জমায়। এরমধ্যেই আবার গোদাগাড়ী থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর

হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি তিনটি পিলারের মতো পাথর উদ্ধার করে থানায় নিয়ে রওনা দেন শুক্রবার সন্ধ্যায়। এ বিষয়ে গোদাগাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর হোসেন বলেন, খবর শুনে অমি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলাম। এরপর কালো খাম্বার মতো তিনটি পাথর উদ্ধার করে গোদাগাড়ী থানায় পাঠিয়ে দেই। এটি মূর্তি কিনা জানতে চাইলে তিনি বলেন, পাথরগুলো দেখতে খাম্বার মতো প্রায় তিন ইঞ্চি লম্বা। একেকটির ওজন প্রায় দুই মনের উপরে হবে। পাথরগুলো থানায় নিয়ে গিয়ে প্রশ্নতত্ত্ব অধিদপ্তরকে খবর দেওয়া হবে। পরীক্ষা করে মূর্তি হলে তা যাদুঘরে দিয়ে দেওয়া হবে।

খবর ২৪ ঘণ্টা/আরএস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST