নিজস্ব প্রতিবেদক :
গাজীপুর থেকে চুরি হওয়া ওয়ালটন গ্রুপের প্রায় ২০ লাখ টাকার মাল চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে উদ্ধার করা হয়েছে এবং এর সাথে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের ফেরদৌস আলম@ জান্নু ও দানেশ আলী @ জনি (৩০)। বুধবার ভোরে তাদের রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে। রাজশাহী জেলা পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,
ওয়ালটন গ্রুপের খোয়া যাওয়া বিপুল পরিমাণ ইলেকট্রনিক্স মালামাল চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট বিষয়টি জানতে পেরে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেবের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট বাজার থেকে ৩০টি বড় ফ্রিজ, ২৮টি এলইডি টিভি, ৪৩টি রাইসকুকার, ৭টি ইন্ডাকশন কুকার, ১টি ভ্যাকুয়াম ক্লিনারসহ আনুমানিক ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে এবং দুই জনকে আটক করে। গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকার মের্সাস এম আলম ট্রান্সপোর্ট এজেন্সির মাধ্যমে ওয়ালটন
ফ্যাক্টরির বিভিন্ন উৎপাদিত মালামাল ভোলা জেলার চরফ্যাশন এলাকায় পৌছানোর জন্য গত ২৫ ফেব্রুয়ারী কভার্ডভ্যান ঢাকা-মেট্রো-২০- ৮০৯৪ যোগে রওনা হয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও কাভার্ডভ্যান সেখানে না পৌঁছায় কালিয়াকৈর থানায় মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, জেলার গোদাগাড়ী থানার মামলা
নং-১১ গাড়ী চুরি/ছিনতাই/ডাকাতি চক্রের অন্যতম মূল হোতা কথিত মনির @ লিখন @ কুদ্দুস @ সেলিম এর মাধ্যমে কাজটি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য যে,
আসামী গত ৪ মাস পূর্বে মামলায় রাজশাহীর আদালত থেকে জামিনে মুক্ত হয়েই পুনরায় সে বিপুল উৎসাহে তার অপকর্ম শুরু করেছে। উদ্ধারকৃত মালামাল ও আসামী কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, মতিউর রহমান, সুমন দেব ও সদর সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান এবং জেলা ডিবি ওসি আতাউর রহমান।
খবর ২৪ ঘণ্টা/আরএস