1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
টঙ্গীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে গুলিবিদ্ধ ২ - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন

টঙ্গীতে পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে গুলিবিদ্ধ ২

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মারচ, ২০১৯

খবর২৪ঘণ্টা,ডেস্ক:গাজীপরের টঙ্গীতে পুলিশের সঙ্গে ছিনতাইকারীদের সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এতে পুলিশের গুলিতে দুই ছিনকারী গুলিবিদ্ধ ও তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 
আহত পুলিশ সদস্যরা হলেন- টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান, কনস্টেবল রাজ্জাক ও রফিক। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ দু’জন হলেন- জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর এলাকার মমিজ উদ্দিন (২৩) ও গাজীপুর মহানগরের বাসন থানার পালেরপাড়া এলাকার মোশারেফ হোসেন (৩৫)। তাদেরকে টঙ্গীর আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গ্রেফতার আরও দু’জন হলেন- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কটাপুর বাজার এলাকার আখলেছ (২০) ও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানার গোপালপুর এলাকার ইমরান (২২)।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ঢাকার আশুলিয়া বেড়িবাঁধ এলাকায় ছিনতাই করে পালানোর সময় রাত আনুমানিক পৌনে চারটায় টঙ্গীর তিলারগাতি রোড এলাকায় টহল পুলিশ তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা উপ-পরিদর্শক (এসআই) হাসানের হাতে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ তাদের আত্মরক্ষার্থে কনস্টেবল আব্দুর রহমান দুই রাউন্ড ও রফিকুল দুই রাউন্ড মোট চার রাউন্ড গুলি করে চার ছিনতাইকারীকে আটক করে। আটকের সময় তাদের তল্লাশি করে ৪টি মোবাইল, একটি ল্যাপটপ, দুটি ছোড়া ও দুই হাজার ২৪৭ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পুলিশ-ছিনতাইকারী সংঘর্ষে ধস্তাধস্তিতে দুই কনস্টেবল আহত হন। পুলিশের গুলিতে পায়ে জখম অবস্থায় মমিজ উদ্দিন ও মোশারেফ হোসেনকে প্রথমে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠনো হয়েছে। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

খবর ২৪ঘণ্টা/ জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST