খবর২৪ঘণ্টা,ডেস্ক:কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন সাতঘরিয়াপাড়া শিয়াইল্লা পাহাড় সংলগ্ন এলাকায় সোমবার ভোর রাত ৪টায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তির নিহতের কথা জানিয়েছে পুলিশ।
নিহত আবদুর রহমান (২৩) হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার শাহ আলমের ছেলে।
পুলিশের ভাষ্য, সে মাদক চোরাকারবারী। ঘটনাস্থল থেকে ৩ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড তাজা কার্তুজ, ৬ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ ভোর ৪টার দিকে ঘটনাস্থলে অভিযানে গেলে মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ।
তিনি বলেন, এতে এক মাদক পাচারকারী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
খবর২৪ঘণ্টা/ জেএন