1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নাটোরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

নাটোরে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ১১ মারচ, ২০১৯

নাটোর প্রতিনিধি: উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের লালপুর উপজেলায় আওয়ামী লীগের ইসাহাক আলী নৌকা প্রতীক নিয়ে ৬০ হাজার ৫৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাসদ (ইনু) আব্দুল হালিম মশাল প্রতীক নিয়ে ২হাজার ১০৬ ভোট পেয়েছেন।

বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে (নাটোর-১ আসনের এমপি ও জেলা আওয়ামী সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল এর ছোট ভাই) আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে অহিদুল ইসলাম গকুল বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ২৬ হাজার ৩৭৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের নৌকা প্রতীকের সেকেন্দার রহমান পেয়েছেন ২০ হাজার ৭৮০ ভোট।

গুরুদাসপুর উপজেলায় (নাটোর-৪ আসনের এমপি  ও জেলা আওয়ামী সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এর পালিত পুত্র) স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) আনোয়ার হোসেন ৪৩হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহিদুল ইসলাম (নৌকা) ২১হাজার ৩৬৯ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী (আনারস) ২১হাজার ৯৪ ভোট পেয়েছেন।

চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম শফিক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সিংড়া উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী উপজেলার ১৩৩টি কেন্দ্রের সবকটির ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী পৌর আওয়ামী

লীগের সভাপতি, সাবেক ভিপি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক (নৌকা মার্কা) পেয়েছেন ৬৯ হাজার ৪ শত ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতস্ত্র আওয়ামীলীগ প্রার্থী আদেশ আলী পেয়েছেন (দোয়াত কলম) পেয়েছেন ৬০ হাজার ৯ শত ৫১ ভোট। মোট ৮ হাজার ৫শত ১৯ ভোটের ব্যবধানে নৌকা প্রতীক বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন।

বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা) প্রতীক নিয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন মোট ৪৯হাজার ৬২৫ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র আওয়ামীলীগ প্রার্থী মোয়াজ্জেম হোসেন বাবলু (আনারস) মোট ৪৮হাজার ৭৬৫ ভোট।

উল্লেখ্য, নাটোরের মোট সাতটি উপজেলার মধ্যে প্রথম ধাপে মোট ৫টিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শরিফুল ইসলাম রমজান নির্বাচিত হন। যার কারনে এই উপজেলায় কোন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়ন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST