সবার আগে.সর্বশেষ  
ঢাকাশনিবার , ৯ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সৌদির নিন্দায় ৩৬ দেশ

অনলাইন ভার্সন
মার্চ ৯, ২০১৯ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা ডেস্ক: মানবাধিকারকর্মীদের ওপর নির্যাতনের প্রশ্নে নজিরবিহীন সমালোচনার মুখে পড়েছে সৌদি আরব। ইউরোপীয় ইউনিয়নসহ ৩৬ দেশ রিয়াদের বিরুদ্ধে এক যৌথ বিবৃতিতে সই করেছে। খবর আলজাজিরা।
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮ দেশের সব এবং আরও আটটি দেশ যৌথ বিবৃতিতে সৌদি আরবের কড়া নিন্দা জানিয়েছে।

এরআগে কখনো ইইউর সব দেশ একসঙ্গে সৌদি আরবের নিন্দা করেনি। অধিকাংশ পশ্চিমা দেশ এতদিন পর্যন্ত সৌদির বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা থেকে নিজেদের বিরত রেখেছে। ইউরোপীয়দের যুক্তি ছিল, মধ্যপ্রাচ্য একটি জটিল, বিপজ্জনক অঞ্চল এবং এ ক্ষেত্রে সৌদিকে চটানো ঠিক হবে না। কিন্তু ইউরোপের সেই মনোভাব এখন বদলে গেছে।

নজিরবিহীন এ নিন্দা প্রস্তাব এমন সময় করা হলো, যখন সৌদির ক্ষমতাসীন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বেশ কিছু দিন ধরে তার দেশে সামাজিক সংস্কারের প্রতিশ্রুতি প্রচার করে চলেছেন। এমনকি নারীদের গাড়ি চালানোর ওপরও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।