নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর ৮ উপজেলা পরিষদ নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে। শনিবার সকাল ১০টা থেকে পুলিশ সদস্যরা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন শুরু করবে। পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নিদের্শনা দেওয়া হয়েছে। আগামী ১০ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯ উপলক্ষে রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে পুলিশ অফিসার ও ফোর্সদের বিষেশ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মো.
শহিদুল্লাহ বিপিএম, পিপিএম। পুলিশ সুপার শতভাগ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। নির্বাচনী এলাকায় তিন স্তরে প্রায় ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান ও সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক খান।
খবর ২৪ ঘণ্টা/আরএস