সবার আগে.সর্বশেষ  
ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে প্রচারণায় জীবন্ত প্রতীক ব্যবহারের দায়ে প্রার্থীকে জরিমানা

omor faruk
মার্চ ৭, ২০১৯ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর প্রতিনিধি:

উপজেলা পরিষদ নির্বাচনের আইন অমান্য করে নির্বাচনী প্রচারনা জীবন্ত প্রতীক (ঘোড়া) ব্যবহার করায় রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ সরদারের ৩কর্মি সমর্থকের ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোতালেব জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দুর্গাপুর সদরে ৩জন যুবক জীবন্ত ঘোড়া গাড়ি ব্যবহার করে (ঘোড়া) প্রতীকের প্রার্থী আব্দুল মজিদ সরদারের সমাবেশে যাচ্ছিলেন। এ সময় রাজশাহী র‌্যাব- ৫ ও দুর্গাপুর থানার পুলিশ নির্বাচনী প্রচারণায় জীবন্ত প্রতীক ব্যবহার করায় ঘোড়া গাড়িসহ তাদের আটক করে। আটককৃতরা হলেন, দুর্গাপুর পৌর এলাকার সিংগা গ্রামের আব্দুস সামাদের

পুত্র বদরুল আলম (৩৫), আতাউর রহমানের পুত্র আল আমিন (২০), ও নাদের ডাক্তারের পুত্র বাচ্চু মিয়া (৪০)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমান আদালতের নিবাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকার উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণায় জীবন্ত প্রতীক (ঘোড়া) ব্যবহার করায় তাদের ৫০হাজার টাকা অর্থদন্ড করেন। পরে আটককৃতরা ভ্রাম্যমান আদালতে ৫০হাজার টাকা অর্থদন্ড ও মুচলেকা দিয়ে ছাড়া পান।

খবর ২৪ ঘণ্টা/আরএস

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।