খবর২৪ঘণ্টা,ডেস্ক: কারাবন্দী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করছে বিএনপি। মানববন্ধনে বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঢল নেমেছে।
বুধবার (৬ মার্চ) দুপুর ১২টার আগেই মানববন্ধনে দাঁড়িয়ে যান নেতাকর্মীরা। মানববন্ধনটি দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।
পূর্বঘোষিত এই মানববন্ধনে যোগ দিতে ঢল নেমেছে বিএনপির নেতাকর্মীদের। বিএনপি, কৃষকদল, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিয়েছেন।
নেতাকর্মীদের হাতে কারাবন্দি দলের প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি সংক্রান্ত বিভিন্ন প্লেকার্ড-ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার-ফেস্টুন দেখা যাচ্ছে।
খবর ২৪ঘণ্টা/ জেএন