খবর২৪ঘণ্টা ডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫)। নিহত দু’জন সম্পর্কে চাচা-ভাতিজা। তাদের বাড়ি নরসিংদী জেলা সদর উপজেলার ছোয়াং এলাকায়।
সোমবার মাগরিবের সময় মদিনা জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছিলেন তারা। ওমরা পালন শেষে তারা মদিনা জিয়ারতে যান। সেখান থেকে ওয়াদি আল জিন্নীতে জিনের
পাহাড় দেখতে গিয়েছিলেন চাচা-ভাতিজা। তখন হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও জানা গেছে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।