পাবনা প্রতিনিধি: আচরণবিধি লংঘনের অভিযোগে পাবনার সাঁথিয়ায় তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে তাদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। জিয়ারুল মৃধা, আক্তারজ্জামান মঞ্জিল ও সেলিমা সুলতানা শীলা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ থাকা সত্তে¡ও ৩ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী বিভিন্ন স্থানে ভবন ও প্রাচিরের দেয়ালে তাদের নির্বাচনী পোস্টার লাগিয়েছেন। তাই নির্বাচনী আচরণবিধি লংঘনের অভিযোগের সত্যতা পাওয়ার পর ওই তিন প্রার্থীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদের মধ্যে জিয়ারুল মৃধাকে ১৫ হাজার টাকা, আক্তারজ্জামান মঞ্জিলকে ১০ হাজার ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিমা সুলতানা শীলাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
খবর২৪ঘণ্টা, জেএন