গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার আড্ডা-সরাইগাছি সড়কের বড়দাদপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক বজলুর রহমান জানান, ওই স্থানে পিকনিকের একটি বাসের সাথে একটি অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যান আরোহী নওগাঁর পোরশা উপজেলার মহাডাঙ্গা গ্রামের মৃত আব্দুর
রহমানের ছেলে মুসলিম উদ্দিন (৭০) মারা যায় ও ভ্যান চালক গুরুতর আহত অবস্থায় আড্ডার এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় স্থানীয়রা সরাইগাছি মোড়ে বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।
খবর ২৪ ঘণ্টা/আরএস