পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে একটি বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা করার সময় এলাকাবাসী তাকে ধরে ফেলে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পতিরাজপুর পুরাতন মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৭ বছর হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার ৫-৬ জনের একটি ডাকাত দল গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে পতিরাজপুর গ্রামের এক বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা চালায়। এ সময় এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে একজনকে আটক করে পিটুনি দেন। অন্যরা পালিয়ে যায়। এতে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যায়।
ঈশ্বরদী থানার (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় মামলা হবে। নিহত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।’