খবর২৪ঘণ্টা, ডেস্ক: ১২ দিনের মাথায় পুলওয়ালামা হামলার কড়া প্রত্যাঘাত দিল ভারত৷ মঙ্গলবার ভোর রাতে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারতীয় বায়ু সেনা৷ ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০-এর সাহায্যে ভোর সাড়ে তিনটে নাগাদ ১০০০ পাউন্ড বোমা বর্ষণ করা হয়েছে৷ ভারতীয় বায়ুসেনা এই সাফল্য স্যালুট জানাচ্ছে সবমহল৷ এবার বায়ুসেনার সাফল্যে শুভেচ্ছাবার্তা উড়ে এলে ক্রিকেটমহল থেকে৷
পুলওয়ামা হামলার প্রত্যাঘাতের খবর শুনে সোশ্যাল মিডিয়ায় টুইটে ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ লিখেছেন, ‘ভারতীয় বায়ুসেনা দারুণ জবাব দিল৷’ সেই সঙ্গে টুইটে তিনি আরও লেখেন, ‘শুধর যাও অরনা শুধার দেঙ্গে’৷ টুইট করে ভারতীয় বায়ুসেনার সাফল্যকে কুর্ণিশ জানিয়েছেন বীরুর একসময়ের ক্রিকেটসঙ্গী গৌতম গম্ভীরও৷ জয় হিন্দ লিখে টুইট করেছেন গম্ভীর৷
The boys have played really well. #SudharJaaoWarnaSudhaarDenge #airstrike
— Virender Sehwag (@virendersehwag) February 26, 2019
JAI HIND, IAF 🇮🇳 @IAF_MCC @adgpi #IndiaStrikesAgain #IndiaStrikesBack #IndiaStrikes
— Gautam Gambhir (Modi Ka Parivar) (@GautamGambhir) February 26, 2019
খবর ২৪ঘণ্টা/ জেএন