খবর২৪ঘণ্টা.কম: ঠাকুরগাঁওয়ের হরিপুরে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির গুলিতে শিশুসহ তিন গ্রামবাসী নিহত ও ১৫ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিহতদের তিন পরিবারের পক্ষ থেকে পৃথক তিনটি অভিযোগ আমলে নিয়েছে আদালত। হরিপুর উপজেলার বহরমপুরে ভারতীয় সন্দেহে গরু জব্দ করা নিয়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীর ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযোগ আমলে নিয়ে রোববার আগামী ৬ মার্চ আদেশের দিন ধার্য করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা খান। গত বৃহস্পতিবার এই তিনটি অভিযোগ আদালতে দাখিল করা হয়েছিল।
ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ ও বিজিবি সদস্য হাবিবুল্লাহ, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান, মুরসালিন, বায়নুল ইসলাম, জিয়াউর রহমানের নাম উল্লেখ করে অভিযোগ দাখিল করেন নিহত নবাব আলীর বাবা নজরুল ইসলাম, সাদেক হোসেনের ভাই মো. বাসেদ ও শিশু জয়নুলের বাবা নুর ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, নিহত তিনজন যাদুরানী হাটে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বহরমপুর নামক স্থানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাদের আটক করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদেক, জয়নুল ও নবাব মারা যান।
মামলার বাদী নুর ইসলাম অভিযোগ করে বলেন, থানায় ঘুরে মামলা না হওয়ায় আদালতের শরণাপন্ন হয়েছি। আদালতের কাছে ন্যায়বিচার পাব আশা করছি।
আদালত ন্যায়বিচার পাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, আগামী ৬ মার্চ আদেশে বোঝা যাবে অভিযোগগুলো মামলা হিসেবে রুজু হবে কিনা।
গত ১২ ফেব্রুয়ারি জেলার হরিপুর উপজেলার বহরমপুরে ভারতীয় সন্দেহে গরু জব্দ করা নিয়ে সংঘর্ষের ঘটনায় বিজিবির গুলিতে শিশুসহ তিনজন নিহত হন। গুলিবিদ্ধ হন আরও ১৫ গ্রামবাসী।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।