গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রীদের মাঝে ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ব্যাগ বিতরণ করা হয়। নারী উন্নয়ন ফোরাম গোমস্তাপুর এর ব্যবস্থাপনায় ও এডিপির সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিহাব
রায়হান। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি, উপজেলা কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুন কুমার পাল প্রমুখ। প্রসঙ্গত উপজেলার ৯টি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০৮ জন মেধাবী ছাত্রীদের মাঝে এ ব্যাগ বিতরণ করা হয়।
খবর ২৪ ঘণ্টা/আর