1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
আমরা ভারতীয়, জাতি ধর্মের ভেদ মানি না-গর্জে উঠল সিআরপিএফ - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

আমরা ভারতীয়, জাতি ধর্মের ভেদ মানি না-গর্জে উঠল সিআরপিএফ

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ফেব্ুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা,আন্তর্জাতিক ডেস্ক:  পুলওয়ামা হামলার পরে একাধিক ভুয়া ছবি ও ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে৷ এমনকী শহিদ জওয়ানদের জাতি ও ধর্মের ভিত্তিতে ভাগ করে নামের একটি তালিকাও প্রকাশিত হয়েছে৷ এসবের পরেই মুখ খুলল বিশ্বের বৃহত্তম আধাসামরিক বাহিনী, সিআরপিএফ৷

শুক্রবার ট্যুইটারে এই বিষয়ে একটি পোস্ট করেন সিআরপিএফের প্রধান মুখপাত্র৷ পোস্টটিতে বলা হয়েছে, সিআরপিএফের সদস্য যারা, তারা কোনও জাত বা ধর্মে বিশ্বাসী নন৷ তাঁরা সবাই ভারতীয়৷ সেই ভারত মাতার সন্তান হিসেবে দেশের জন্য কাজ করেন তাঁরা৷

শুক্রবার এই পোস্টটি করেন সিআরপিএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ট্যুইট করে জানান, সিআরপিএফ কোন জাত ধর্মের ভিত্তিতে ভাগ হয় না৷ এখানে আমরা সবাই ভারতীয়৷ আমাদের রক্তে কোনও ভেদাভেদ নেই৷

তিনি আরও বলেন এই ধরণের ভুয়ো তথ্যের মোকাবিলা কড়া হাতে করা উচিত৷ যাতে কোনও গুজব না ছড়ায়৷ শহিদদের প্রতি সম্মান জানানোর এও এক বড় উপায় বলে মতপ্রকাশ করেন তিনি৷ এর আগেই অবশ্য সিআরপিএফের পক্ষ থেকে ভুয়ো ছবি প্রকাশের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়৷ জানানো হয় এই ধরণের ভুয়ো তথ্য ও ভুয়ো ছবিকে কোনওভাবেই সিআরপিএফ মেনে নেবে না৷ এই ঘটনায় শহিদদের অসম্মান করা হচ্ছে৷

এমনকী কাশ্মীরি ছাত্র ছাত্রীদের ওপর সারা দেশে যে অত্যাচার ও নিগ্রহ চলছে, সেই সব ঘটনাও মিথ্যা প্রচার বলে এদিন জানিয়েছে সিআরপিএফ৷

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST