লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরেরর লালপুরে ইভটিজিং এ বাঁধা দেয়ায় বখাটেদের মারপিটে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো ওই গ্রামের মজনুর স্ত্রী মেওয়া বেগম ( ৩৮), তার ছেলে অশিক ( ১৭), আদের মালিথার ছেলে শাহজান ( ৪২) শাহজানের ছেলে শান্ত ( ১৮)। আহতদের লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসুচি শেষে বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি ফেরার পথে নওপাড়া আনারুলের বাড়ির নিকট পৌছলে একই স্কুলের ছাত্র রাজকুমারের নেতৃত্বে কয়েকজন বখাটে ওই ছাত্রীদের পথরোধ করে অশালীন ভাষায় কথা বার্তা বলতে থাকে। এ সময় স্থানীয়
লোকজন তাদের বখাটেদের তাড়িয়ে দেয। এতে বখাটেরা ক্ষিপ্ত হয়ে পুনরায় ১০/ ১৫ জন সংবদ্ধ হয়ে নওপাড়া গ্রামের জনৈক ছাত্রীর বাড়িতে গিয়ে চড়াও হয়ে ভাঙচুর ও মারপিট করে পালিয়ে যায় । এ ঘটনায় মেওয়া বেগম ,তার ছেলে অশিক, শাহজান ও তার ছেলে শান্ত আহত হয়। পরে স্থাণীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।
লালপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল ইসলাম জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে, ইভটজিংএর কোন অভিযোগ হয়নি তবে মার পিট ও ভাংচুরের অভিযোগ হয়েছে। সে মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
খবর২৪ঘণ্টা, জেএন