নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর রানীবাজার থেকে সাগরপাড়া রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাস্তার কাজ পরিদর্শনে যান মেয়র খায়রুজ্জামান লিটন। জানা গেছে, মহানগরীর রানীবাজার থেকে সাগরপাড়া রাস্তার নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে নগরবাসীকে। শুধু এই রাস্তা নয় আরো অনেক রাস্তার একই চিত্র ছিল। সর্বশেষ বৃহস্পতিবার মহানগরীর রানীবাজার থেকে সাগরপাড়া রাস্তার কার্পেটিং কাজ শুরু হয়েছে। এদিন দুপুরে রাস্তার কাজ পরিদর্শনে
যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ তিনি কাজের গুনগত মান ও কাজের অগ্রগতির বিষয়ে সার্বিক খোঁজখবর নেন।পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র ও বতর্মান ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল সরকার, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, ঠিকাদারি প্রতিষ্ঠান রিথিন এন্টার প্রাইজের কর্ণধার মাসুদ রনি প্রমুখ।
খবর ২৪ ঘণ্টা/আরএস