নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল সাথে স্কুলভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল বারী নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়েছে। নিহত আব্দুল উপজেলার আগ্রান গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। বুধবার সকালে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের ফিডার সড়কে এ দূর্ঘনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আগ্রান স্কুল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু জাফর ও অফিস সহকারী আব্দুল বারী মোটরসাইকেল যোগে বনপাড়ার দিকে যাচ্ছিলেন।
পথে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের গাজি অটোরাইসমিলের সামনে ফিডার রোডে বিপরীতগামী এস আর পাটোয়ারী এডুকেয়ার ইন্সটিটিউট এর স্কুল ভ্যান ও অটোভ্যানের সাথে ত্রিমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পিছে থাকা আব্দুল বারী নিহত হয়। আহত হয় শিক্ষক আবু জাফর। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।
খবর ২৪ঘণ্টা/ জেএন