খবর২৪ঘণ্টা ডেস্ক: যশোরের শার্শা উপজেলার উলাসী কুচেমোড়া থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুই কেজি গাজা, একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
শার্শা থানার এসআই আবুল হাসান জানান, রাত সাড়ে তিনটার দিকে কুচেমোড়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে পুলিশ সেখানে গেলে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ উদ্ধার হওয়ার স্থান থেকে দুই কেজি গাজা, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলেও জানান এসআই আবুল হাসান।
খবর২৪ঘণ্টা, এমকে