খবর২৪ঘণ্টা ডেস্ক: ভারতের রাজস্থানে মহাসড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বিয়েবাড়িতে গিয়ে উঠে গেছে ট্রাক। এতে ওই বাড়ির ১৩ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে রাজ্যটির প্রাতাপগড়-জয়পুর মহাসড়কের আম্বাওয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ওই বাড়িতে যারা ছিলেন, তারা দুর্ঘটনার সময় রাস্তার পাশ দিয়ে বিয়ে অনুষ্ঠানের রাজস্থানি নাচ করছিলেন। তখন ট্রাকটি তাদের ওপরে উঠে গেলে ঘটনাস্থলেই নয়জন মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান বাকি চারজন। এছাড়া শিশুসহ আহত ১৮ জন হাসপাতালে চিকিৎসাধীন।
খবর২৪ঘণ্টা, জেএন