তানোর প্রতিনিধি:
পরীক্ষার জন্য পড়তে বলায় মায়ের উপর অভিমান করে রাজশাহীর তানোরে গলায় ফাঁস দিয়ে আব্দুর রাজ্জাক (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে তানোর পৌর এলাকার চাপড়া সাজ্জাদ আলীর ছেলে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে ২০১৯ সালে চলতি বছরে চাপড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে মৃত আব্দুর রাজ্জাকের মা তাকে পরীক্ষার জন্য পড়তে বলে। সে পড়তে না বসলে
বকাবকি করে তার মা বাড়ি থেকে বাইরে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে তার ফুফু বাড়িতে গিয়ে দেখেন আব্দুর রাজ্জাক নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। তার লাশের ময়নাতদন্ত করার জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।
খবর ২৪ ঘণ্টা/আর