লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে ট্রাক চাপায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। সোমবার (১৮ ফেব্রুয়ারী) বেলা ৩ টার দিকে উপজেলার লালপুর-বাঘা সড়কের অমৃতপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা ৩টার দিকে আনোয়ার হোসেন ও ফয়েজুর রহমান (৪৩) একটি মোটর সাইকেলে করে লালপুর থেকে বাঘায় যাওয়ার পথে উক্ত স্থানে পৌছালে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে মোটরসাইকেল আরোহী ফয়েজুর রহমান ঘটনাস্থলেই মারা যায় এবং মোটর সাইকেল চালক আনোয়ার হোসেন মারাত্বকভাবে আহত হয়। নিহত ফয়েজুর ঈশ্বরদী উপজেলার সেখেরচর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
আহত আনোয়ার হোসেনকে লালপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর২৪ঘণ্টা, জেএন