পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে বালুর ট্রাকের ধাক্কায় কাজেম প্রামাণিক (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রিপন হোসেন নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।
সোমবার (১৮ ফ্রেব্রæয়ারী) সকাল দশটার দিকে উপেজলার মানিকহাট ইউনিয়নের মালিফা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের আতাইকান্দা গ্রামের আবু বকর প্রামানিকের ছেলে। আহত রিপন একই ইউনিয়নের গাজির তেমাথা মোড় এলাকার আজিজ খন্দকারের ছেলে।
নিহতের শ্যালক মো: আসাদুল্লাহ জানান, সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটভিলা থেকে টমেটো কিনে ভ্যান গাড়িতে দুবলিয়া বাজারের দিকে রওনা হন কাজেম প্রামানিক। পথিমধ্যে মালিফা মোড়ে পৌঁছালে পিছন থেকে একটি বালুর ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সুজানগর থানার ভারভাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।