1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নতুন বছরে আসছে 'শাওমি এমআই ৭' - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪ পূর্বাহ্ন

নতুন বছরে আসছে ‘শাওমি এমআই ৭’

  • প্রকাশের সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: প্রযুক্তি নির্ভর এই যুগে স্মার্টফোন জগতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে শাওমি। আর তারই ধারাবাহিকতায় নতুন বছরে দারুণ এক চমক দেখাতে চলেছে শাওমি এমআই ৭। এটা অ্যান্ড্রয়েড ফোনগুলোর মধ্যে প্রথমবারের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বাদ দিতে চলেছে। কারণ তারা আইফোনের মতো ফেসিয়াল রিকগনিশন যোগ করতে যাচ্ছে।

এ ব্যাপারে নতুন এক প্রতিবেদনে বলা হয়, আসছে শাওমি এমআই৭-এ ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি দেওয়া হচ্ছে। এমনও বলা হচ্ছে, এ ফোনের ত্রিমাত্রিক ফেস সেন্সিং প্রযুক্তি বসানো হবে। অন্য এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। তবে তা দেখা যাবে ডিসপ্লেতে।

এদিকে মাইড্রাইভার্স তাদের ফাঁসকৃত তথ্য জানায়, অ্যাপলের পথ অনুসরণ করতে চলেছে শাওমি। তারা ফিঙ্গারপ্রিন্টের বদলে চেহারা দেখেই লক খোলার প্রতি আগ্রসী। আইফোন এক্স একই প্রযুক্তি বেছে নিয়েছে। তবে গিজচায়না বলেছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। এটার দেখা মিলবে ডিসপ্লেতে।

প্রসঙ্গত, ইতিমধ্যে অল্প কিছু স্মার্টফোন ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নিয়ে এসেছে। তবে এরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বাদ দেয়নি। দুটোকেই রেখেছে।

স্পেসিফিকেশনের বিষয়ে বলা যায়, এমআই৭-এ থাকবে ৬ ইঞ্চির বেজেল-লেস ওলেড ডিসপ্লে। পেছনে ডুয়াল ক্যামেরা থাকছে। গুজব আছে, শাওমি এমআই ৬ এর ৫.১৫ ইঞ্চির এলসিডি পর্দা থেকে একলাফে আরো বেশি উন্নতির দিকে যেতে চাইছে নতুন মডেলটি। এর ভেতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট তো থাকছেই। আগামী বছরের প্রথম কোয়ার্টারে চলে আসবে আকাঙ্ক্ষিত শাওমি এমআই ৭।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST