1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
রাজশাহীতে ইউনিফর্মে নেমপ্লেট ছাড়াই ডিউটিতে পুলিশ! - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২৩ জানয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

রাজশাহীতে ইউনিফর্মে নেমপ্লেট ছাড়াই ডিউটিতে পুলিশ!

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ ফেব্ুয়ারী, ২০১৯

বিশেষ প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে নেমপ্লেট ছাড়াই ইউনিফর্ম পরে ডিউটি করতে দেখা গেছে পুলিশকে। প্রায় সময় নগর পুলিশের অনেক সদস্যকেই ডিউটি করতে দেখা যায়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কিছু পুলিশ সদস্যকে দিনের বেলা ইউনিফর্মের নেমপ্লেট ছাড়াই ডিউটি করতে দেখা গেছে। এতে সাধারণ মানুষ ও নগরবাসীর মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারণ নেমপ্লেটও ইউনিফর্মের অংশ। তারপরও নিয়মের তোয়াক্কা না করেই কিছু অতি উৎসাহী পুলিশ সদস্য নেমপ্লেট খুলে রেখে ডিউটি করছেন। নগরের সচেতন মানুষ বলছেন, পুলিশ সদস্যের যদি নেমপ্লেট না থাকে তাহলে বোঝা যাবে কি করে যে আসলেই

তিনি পুলিশ সদস্য কিনা? যদি পুলিশ সদস্য হন তাহলে তার নেমপ্লেট লাগিয়ে ডিউটি করতে সমস্যা কী? এ ধরণের অনেক মন্তব্যই করছেন নচেতন নগরবাসী। গুটি কয়েক পুলিশ সদস্যের কারণে রাজশাহী মেটোপলিটন পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। নগরবাসীর কাছে সমলোচনার মুখে পড়তে হচ্ছে পুলিশকে। অথচ পুলিশের পক্ষ থেকেও নেমপ্লেটসহ ডিউটি করার কথা বলা হয়েছে। নগরীর তেরখাদিয়া এলাকার কয়েকজন প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গত কয়েকদিন আগে কয়েকজন পুলিশ সদস্য মোড়ে আসে। তাদের সবার গায়ে পুলিশের পোশাক থাকলেও এরমধ্যে কয়েকজনের ইউনিফর্মে নেমপ্লেট ছিল না। সবার কাছেই অস্ত্র ছিল। যদি তারা পুলিশই হন তাহলে নেমপ্লেট থাকলে সমস্যা কি? এভাবেতো বোঝা যাবে না কে আসল আর কে ভুয়া। এসব বিষয়ে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখা দরকার।

কারণ কিছু পুলিশ সদস্যের কারণে সবার দুর্নাম হয়। তাই এসব বিষয়ে এখনই নজর দিতে হবে আরএমপির উর্দ্ধতন কর্মকর্তাগনকে। নগরীর জিরোপয়েন্ট মোড় এলাকাতেও একজন পুলিশ সদস্যকে ইউনিফর্ম পরা থাকলেও নেমপ্লেটসহ দেখা যায়নি। এ কারণে তার নাম জানা সম্ভব হয়নি। তিনিও কর্তব্যরত অবস্থায় ছিলেন। তারপরও তাকে নেমপ্লেটসহ দেখা যায়নি। এভাবে প্রায় নগরের বিভিন্ন এলাকায় কিছু অতি উৎসাহী পুলিশ সদস্যকে নেমপ্লেট ছাড়াই ডিউটি করতে দেখা যায় বলে নগরবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে। নগরবাসী আরো জানান, বিশেষ করে টহল, নিয়মিত রুটিন ডিউটি এসবেই নেমপ্লেট ছাড়াই বেশি সময় দেখা যায় পুলিশকে। সাহিমুল নামের একব্যক্তি বলেন, নিয়মিত রুটিন ও টহল ডিউটিতে ইউনিফর্মে নেমপ্লেট লাগিয়ে ডিউটি করলে কি সমস্যা ? বিশেষ বা ক্রিটিক্যাল অভিযানের হিসেব আলাদা। কিন্ত এসব ডিউটিতে নেমপ্লেট না লাগানোটাও একটা গাফিলতি। সোহরাব নামের

আরেক ব্যক্তি বলেন, নেমপ্লেটসহ থাকলে ভালোভাবে বোঝা সম্ভব হয় যে তিনি কোন পুলিশ। এটি সমাজের মানুষের জন্যও ইতিবাচক। নেমপ্লেট না থাকলে বোঝা কঠিন হয়ে যায় আসলেই তিনি কোনো পুলিশ সদস্য কিনা? আর দু’একজনের জন্য পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতে খায়ের আলম বলেন, নিয়মিত রুটিন ডিউটিতে পুলিশ সদস্যকে অবশ্যই নেমপ্লেটসহ ডিউটি করতে হবে। ক্রিটিক্যাল ডিউটি বা অভিযান হলে সেটি আলাদা কথা। নেমপ্লেট ছাড়া ডিউটি করা সম্ভব নয়। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হেডকোয়ার্টার তানভীর হায়দার চৌধুরী বলেন, নেমপ্লেট পুলিশের ইউনিফর্মের অংশ। নেমপ্লেট ছাড়া ডিউটি করা সম্ভব নয়। নিয়মিত রুটিন ডিউটিতে অবশ্যই নেমপ্লেট লাগিয়ে ডিউটি করতে হবে এটাই নিয়ম। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

খবর ২৪ ঘণ্টা/আর

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST