নিজস্ব প্রতিবেদক :
বিদেশী রিভলবারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান র্যাব-৫। র্যাবের হাতে আটককৃতরা হলো, নাটোরের সিংড়া উপজেলার ছোট চোগ্রাম এলাকার আব্দুস সামাদের ছেলে শাহ আলম (৩২) ও নেপেনের ছেলে বিষ্ণু প্রামানিক (২৪)। র্যাব জানায়, ২৬ ফেব্রুয়ারি র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে নাটোর জেলার
সিংড়া থানাধীন কালিগঞ্জ বাজারে দুইজন অস্ত্র ব্যবসায়ী অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাবের একটি আভিযানিক দল নাটোর জেলার সিংড়া থানাধীন কালিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ জন অস্ত্র ব্যবসায়ীকে একটি বিদেশী রিভলভারসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
খবর ২৪ ঘণ্টা/আর