খবর২৪ঘণ্টা ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার চাকতাইয়ের ভেড়ামার্কেট বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে শিশুসহ ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। নিহতদের মধ্যে দুই পরিবারের ৭ জন রয়েছে বলে জানা গেছে। আর একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শনিবার রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ারের সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
তখন ঘটনাস্থল থেকে ৮ জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। এরা হলেন- রহিমা (৬০), বাবু (৮), নাজমা (১৬), নার্গিস (১৮), হাসিনা (৩৫), আয়েশা (৩৭), সোহাগ (৮) ও অজ্ঞাতপরিচয় একজন।
এদের মধ্যে রহিমা, বাবু, নাজমা ও নার্গিস একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন ঘটনাস্থলে তৎপর ফায়ার সার্ভিস কর্মকর্তা জসিম উদ্দীন।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন গণমাধ্যমকে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চন্দনপুরা, লামারবাজার, নন্দনকানন ও আগ্রাবাদ স্টেশনের ১০টি গাড়ি কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান তিনি।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
খবর২৪ঘণ্টা, জেএন