নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইন ও চারঘাটে ৮০ লিটার তাড়িসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশের অভিযানে ৩৮ জনকে আটক করা
হয়েছে। এরমধ্যে ২০ গ্রাম হেরোইনসহ মোয়াজ্জেম হোসেন (৬৫) কে আটকসহ ৬ জনকে আটক করা হয়। তানোর থানা ৪ জন, মোহনপুর থানা ৪ জন, পুঠিয়া থানা ৩ জন, বাগমারা থানা ২ জন, দুর্গাপুর থানা ৪ জন, চারঘাট থানা ৮০ লিটার তাড়িসহ মোট ৮ জনকে এবং বাঘা থানা ৭ জনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আরো জানানো হয়।
খবর ২৪ ঘণ্টা/আর